বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০১১

ছুটি নেই

পা আর নুড়ি নরম ধুলোই আঁকার খাতা
মেঝের ভেতর নাঙা শীতে মুঠির মধ্যে রুপোর বাটি
জানলা টেবিল এপাড় থেকে ওপাড় দেখি অন্যজীবন
জীবন মানে কফির মগে আলতো অসুখ অসুস্থ রাত
পাপোশ এইতো পায়ের মোজা এই সুযোগে
গল্পগুলো লুকিয়ে পড়ে উপন্যাসে
বল দেবেনা বেল নেবেনা খাটো মাদুর বারান্দাসুখ
ডিম জুতো আর মিষ্টিকলা কাঠের জুতো ভাগ্য এমন
নখের মধ্যে রক্তরেখা বাসের ছবি ফটোস্কপি
স্টেথোস্কোপে মনের ভুলে বাউন্ডুলে জীন্সে ফ্রান্সে
পারফিউমে রিকসা থামে উদোম হাঁটু কান্না আসে
পথের পাশে তুমুল দুঃখ-খামার দুটি
হন্যে বাঁচি এমনি খুঁজি
আমার স্বপ্নরোগের খুঁটি
নেইতো ছুটি !

_____________
১৯ জানুয়ারি ২০১১

'খ' এর ভুলের জন্যে 'ক' এর অপেক্ষা

কফিন বরাদ্দকৃত
কিছু নেই শেষ ডাক নামে
বিপরীত রং বিপরীতে
শেষমেশ এই আমি কিছুটা কুকুর

ভাঙতে কি পারেননা মিথ্যেবাদের টিউব প্রতিশ্রুতিদের মতোন
সব বানানো আমাদের কবি মানুষ দেবতা অসুর
মাংসের শিলায় পাপ হতাম আদিম অথবা আবশ্যক রোগ
যদি করি ভয়ংকর লাল আপেলের আবদার


নষ্ট বৃত্তে মরি আর ঘুরি
এইখানে তুলে রাখি
আজকাল আপনারই দিন

যিনারা বেশি পারে তিনাগোর কাছে গিয়া মর্

ভেইবে দেইখলেম ভালো
ত্যক্ত তো আর করতিছিনে কার কি খেতি বাপু ;
ওঁর মধ্যি যিইভাবে পড়িছে সোনাভানের শাড়ীর পাড়
শ্যাষে ওই ধুতি আর গামছা
সাথে ওঁই পাছাপাড় শাড়ি
সাড়ে বারোখানা চিঠি

কলজেখান দিয়ি ভুল করিছি নারায়ণ

কথন কুড়ি জানুয়ারি, এগারো

ওরা যখন দারুণ গতিতে পেটাতো চার এবং ছয় আমি তখন খুব দূরে
ঘাসের ভেতর ঘাসের শব্দ ঘাসের গন্ধ আরো দূরে
শিমুল তুলোয় আকাবাঁকা এলোমেলো হারিয়ে যেতে
কিছুই যেখানে নেই সেইখানে আশ্চর্য সব আনন্দে
উড়ে গেছি
জানিনা
কবে থেকে
বাচ্চা ছিলাম
খেলা বুঝিনা তবে দেখতে ভালই

লেনদেন

পুঁটির শরীরে আলো, সরষের পিদিম কাঁপে সুখে-দুঃখে
জমছে ঘামছে নামছে বড় ঢেউ, দুলতে দুলতে আরো দূরে
একা কাঁপছে, বাইস্কোপ ছুটে যাচ্ছে নোনতা বিস্কিটে, সাধু
হেঁটে বাঁটে কান মলে সিগ্রেটঅলা গঞ্জ থেকে
মেনে নিচ্ছে অভ্যস্ত জাদুবিদ্যা আর চন্দ্রবোড়া
ডাকিনী শাকচুন্নীর পিঠ ঝোলা এলোমেলো শীতের যোগিনী
আটআনায় সেধে বেদে চিরুনী কলাই মটরের ঘাট..

শেষমেশ সের দরে বিকিকিনি, জীবনের জোড়া, হালি

রবিবার, ৯ জানুয়ারী, ২০১১

উপরোধ

দিলাম দুপুর, নিন
ধ'রে তুলি প্রথম চিবুক ভীষণ এক পউষে
এই নিন নাটাই আমার
তবু থাকি, থেকে যাই ভেতর বারান্দায়,
লিখেছি যা সন্ধ্যা আর রাতের ভাবনা
প্রাথমিক প্রশ্নের উত্তর...

এভাবেই ছিল যোগাযোগ
এরপরও চেপেছি সাক্ষাত
চেনা জানার আজন্ম বোধ, না
এক কাপ চা-তেই না হয়
সকালের অভিমান গেছে জলাঞ্জলি, তারপর-
যে কোন খাতাতে নতুন অধ্যায়
নিরক্ষীয় দুঃখ অসুখকে দত্তক নেবে
এটুকুই চোখে লেগে পুষ্ট হবে ভুল শব্দ ...

_________________
৯ জানুয়ারি ২০১১