বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১১

অধঃক্ষেপ

চক্ষু বোঝাই উজাড় ভাগাড়,
যে বাক্যটা শুকিয়ে যাবে, তার উদ্দেশে -
দোষবিলাসী বীভৎস তিন কালচে শিশি;

বাদাম স্লেটে উলম্ব আর আনুভূমিক, ব্যক্তিগত-পারস্পরিক
জটপাকানো থিকথিকে মন; দেরাজ ভরা বিষের বাটি
বড্ড দেরী, সুখ তাড়ানো বকের দুপুর, যবের দানায় -
সমস্ত রাত সোমত্ত আর জ্বলন্ত কূপ ।।

৯.২.২০১১