বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১১

লুলুবি :: বিয়োগের উৎসব



কয়েক কোটি গর্ভপাতের পর পৃথিবী ভেসে যাচ্ছে বৃষ্টিতে
মানুষ বিজয়ী এবং এরপর আর কিছু নেই
শুধু দুঃস্বপ্ন শেষ করে কন্যা কাঁদে, টিভি দ্যাখে
বিষের প্যালেট থেকে মারণাস্ত্র ক্ষ্যাপাটে বিমূর্ততার দাঁতে
পাথরের অরণ্য স্পর্শের অপেক্ষায়;

রক্তের মতন দারুণ কার্যকর এক উপাদান যা
গীর্জা আর মসজিদের বিস্তৃত সোপান গড়তে ব্যবহৃত হয়,
কিন্তু ভালবাসা তার থেকে খুব কঠিন অথবা খুব সহজ যে
এদের মাঝে কোনদিন কোন তুলনা হয়নি,
অথচ রক্তে ভরপুর একটি দেহের ভেতর
কী তীব্র আবেগে ভালবাসা বড় হয়
সে ভালবাসার শরীর থাকে অথবা থাকে না
সে বেড়ে ওঠে অথবা চিরতরে থেমে যায়
অথবা প্রতিকূল ভেবে তাকে থামিয়ে দেয়া হয়, তারপর -
মানুষ ঘাম মুছে ফেলে ।।

_______অ_
(দুপুর)
২২.৯.২০১১

সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

লুলুবি :: গার্হস্থ্য ধারাপাত

স্বপ্নে মাছ আর মাঠ দ্যাখে কন্যা
ধনুকের মতো বেঁকে ওঠা তার আঠারো বছর
সন্ধিপদী সংসারে পিঁপড়ের লাশ বেছে বেছে
কাঁথায় বুনে বুনে জীবিত-মৃত স্বামীদের মুখ
তার দেহে সরিসৃপের হাড়, ডিমের কুসুম
সারি সারি পুঁটি গায়ে হলুদ মেখে শুয়ে আছে
সুস্বাদু উট-বার্গারটিতে কামড় বসাতে বসাতে শ্বেতভল্লুকের দাঁত
চক্রাকারে সাইবেরিয়া-মোহাবি, আলাস্কা-গোবি, বামুনের দ্বীপ
বৈপরিত্যের প্রহসন, তার মাইনে থেকে সুখ বাদ,
ডান-পন্থী প্রহেলিকা, বাম-পন্থী বাসনা
কালো কড়াইতে হলুদ উত্তপ্ত বুদবুদ;

নির্ভরযোগ্য মানুষেরা আজন্ম বহুমূখী সেতুর মতো
সেখানে ধাপের পর ধাপ সম্পর্কের প্রলেপ, সামান্য কষ
এরপরও শরীরে ফাঙ্গাস হয়, নড়বড়ে প্রতিরক্ষা ব্যুহ
পুরনো গীটারের তার, অনুভূতিরা আঙুল
ফোঁটায় ফোঁটায় জমা হাজার লিটার আফ্রিকান আক্ষেপ ।।


________অ_
(দুপুর)
১৯.৯.২০১১

রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

লুলুবি :: শুরুর কথা



ধ্রুপদী জল দিবসে কন্যা তার চুল ধুতে পারেনি
চুল গেছে এঁকেবেঁকে দানিয়ূব পাড়, আল্পস পাহাড়
পোষা ব্যাঙমী, তেপান্তরের ঠিকানা দিতে দিতে
হয়ে গেছে রূপকথার পাতা, হাড়ে চারকোল -
ফসিল জুড়ে জুড়ে কিংবদন্তী, চার্চের ঘণ্টাকে
আঁধারের শেকলে তুমুল বেঁধে হেঁটে গিয়েছেন ধূসর থমাস
মার্বেলে ভুল কার্ভিং;

মানুষের ইতিহাস ঝুঁকে আছে থলথলে আনন্দের দিকে,
বান্ধবীর হবু বর রক্ষণশীল উর্দির পেছনে সুঠাম, প্রক্রিয়াধীন
সুরার কুয়াশা উথলে ল্যাংচানো চর্বিরা দাহ্য কাঠামোতে
তেলপাতার ছোপ ছোপ অক্ষরছবি, পুত্র এবং সংশ্লিষ্ট অতিপুত্র
ফ্রয়েডিয় বারোয়ারি ভণ্ডামি;

লালনুনে লবণ ইলিশ, আটাশির প্লাবনের মাননীয় গুবরে পোকা
কাল্পনিক মাখনের স্তুপে বংশ বাড়ায় ।।


_______অ_
(মধ্যরাত)
১৮.৯.২০১১