শনিবার, ২৪ মার্চ, ২০১২

আমরা যারা প্রতিপদার্থ, শূণ্যতার পাহাড়

যে তীরগুলো ছুটে গেছে পৃথিবীর দিকে, স্বেচ্ছায় তীরন্দাজহীন
ওদের সাথে বাঁধা আমরা যারা দগ্ধ শরীর, আছি
আমাদের রচনামূলক কাম সারবেঁধে বেঁকে যায়
সর্পিল শিরায়, ভেলভেট সত্ত্বায় ম্রিয়মাণ
আমাদের মধ্যবর্তী প্রবহমান

আমরা যারা দগ্ধ শরীর
আমরা যারা সিলাকিত শরীর
লেগে আছি ট্যানারীর বিপর্যস্ত জগতে
আমাদের ঘাম-থুথু-লালার দ্রবণে ফরাসি সুগন্ধি
অদ্ভুত অহংকারে প্রতিদ্বন্দ্বী

খেলা শেষ হতে দাও
মাঝে এসে গেঁথে পড়ো বর্শার কাঠামো
স্থিতিস্থাপকতায় বিলীন হতে হতে
প্রজ্বলিত নিশানা

আমরা যারা দ্যুতিময় শরীর
নরকের গভীর থেকে পথকে অস্তিত্ব দিই
সীমানা দেখাই অন্ধকার থেকে অধিক অন্ধকারে
আমরা এলোমেলো শ্যাওলার মতো জড়িয়ে যাচ্ছি গিঁটে
বেড়ে উঠছি সমাবেশে, বিদ্রোহে, বিশৃঙ্খলায়
আমরা যারা প্রতিপদার্থ, শূণ্যতার পাহাড়
বহুবিধ রঙে বিরক্তির দানব, পিচ্ছিল পিঠ
নর্দমাক্ত বসতি উল্টে আছে আমাদের ভেতর

আমরা যারা বন্দীত্ব মেনেছি দুপুরের পর
প্রবলতম ভূমিকম্পের আগমুহূর্তে
আমরা যারা কেউ না
আমরা যারা কিছু নই
এলোমেলো দুঃস্বপ্নের জট ।

রোদ নিভে গেছে পৃথিবীকে সঙ্গে নিয়ে
গলন্ত কালোর মাঝে ফুটে উঠছে কিছু শরীর
সময় থেমে গেছে গতকাল
বৃক্ষ বিলুপ্ত-ঘোষিত হবে আনুষ্ঠানিক ভাবে
বৃহত্তম শিলার দেহ খুঁড়ে শুদ্ধতম ইতিহাস
শুয়ে আছে পাশ ফিরে
অনবদ্য প্রাচূর্যে সুখকে আটকানো গেছে বহুমূল্য সিলিণ্ডারে
দুঃখকে পাওয়া যাচ্ছেনা কোথাও - কোথাও ।।

২.২.১২

গলগলে রক্তের স্রোত

গলগলে রক্তের স্রোত প্রতারণার ধারাপাত উপচে উঠে যাচ্ছে
গৃহসজ্জায়, জাপানী সোফায় সামুরাই প্রতিজ্ঞা বোঝাই
দীর্ঘ হতে দীর্ঘতর রেখায়
অভ্যাসে প্রবল হচ্ছে পেশী
ঋণাত্মক পৃথিবী ছাড়িয়ে যাচ্ছে
লৌহ-প্রক্রিয়াজাত ভালবাসায়

নিরক্ষীয় আবেদন

নিরক্ষীয় আবেদন লিপিবদ্ধ আছে প্রবালে, যমুনায়
শীতল হাতের রেখা জমে আছে বিস্তৃত বিবৃত মধ্যযুগে
ক্যাকটাসের পেশল রেখায়, বৈশ্য-ব্যবসায় লকলকে সম্ভাবনা দীর্ঘায়িত
হরপ্পা থেকে প্রজ্জ্বলিত ভিসুভিয়াস, নানাবিধ আদিম জল্পনা

সংবিধিবদ্ধ প্রকট কবিতা ঝুলে গেছে দারুচিনির চালান নিয়ে
মেদবহুল হিসাবের খাতায়
অগণন টিপসই প্রতিবাদহীন পেরেক হয়ে
একাই ডুবে যাচ্ছে রাজস্থানী সমাবেশে

বিবর্তনকে নিষিদ্ধ করে যাবতীয় ধর্মপুস্তিকা
থোকা থোকা সভ্য মানুষের চামড়া ছিলে শুকোতে দিয়েছে রোদে

শিব হতে সক্রেটিস

শিব হতে সক্রেটিস মানবপ্রীতির ইতিহাস
চূড়াপতিত বিভিন্ন শিলা এবং তুষার
বিষাক্ত শরীর হতে পেরুর বাজার
ইনকা মাংসের শাঁসালো আন্দোলন
গাঢ় নীল শরীরে প্রাচীন লাল
ধমনীতে বিদ্যমান পাহাড়ের হাড়,
অনাহুত যাতনা-বিবাদ-উৎপীড়ন
সীমাবদ্ধ হৃদয় গারদের ভেতর বলিষ্ঠ বিষাদে মুমূর্ষু

বেদুঈন কামনার ভীড় ঠেলে টগবগে উরু ভেসে যাচ্ছে পশ্চিমে
হায়েনার ঠোঁটের মতো ক্ষিধে নড়েচড়ে ওঠে পিরামিড বুকে
আযানের আর্তনাদে ভেসে যায় এস্কিমো জনপদ
শ্বেতভালুকের চর্বিসমেত

______অ_
২.২.২০১২