মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

নিজস্ব আবিষ্কার

কাঁচপোকার সাথেই ছাদে যেতে ইচ্ছে
আমার যে পথ ভাল্লাগে, আর খুব রোদ
অগণিত করোটিতে ভর দিয়ে দাঁড়াতে, আমার খানিকটা
বৃষ্টির ছাট আসে তারপর
আর পুড়তে থাকা
মাঝখানে খুব খুব শূন্য
উল্টোদিকে হা করে, পাঁজরের টুপ টাপ
নিজের মধ্যে ঝুঁকে থাকে
সভ্যতার ঘাটে
দীর্ঘতম প্রহর
ধীরে দাঁড়াই বরং নোনা জলে
পায়ের গভীরে বালি সরে যেতে যেতে
এই সুখ নিজস্ব আবিষ্কার ।।

সেদিন বুধবার ছিল

প্রতিফলন কাউকে কাউকে ধরে না
আমাকে আর অন্য কাউকে
কাদা আর রোদে প্রতিবার ডুবে যেতে

একবার আমাদের বাড়িতে কেবল আয়নাকে হাসতে দেখেছিলাম
সেদিন বুধবার ছিল
সেই বুধবার আমায় রোজ দেখা দেয়
আর বুধবার আমি বাড়ি যাই, খোলসের ভেতর
সব বুধবার
সে নথ পরে
ভাবনায়
একমনে গুনে যাই শায়িত কাঁচের সারি, স্বচ্ছ, একজোড়া হাঁস-সাদা ফুল
অনেকটা স্বপ্নের মতো, আ-রো কতো কী-

আকাশটা যে বিশাল এক 'না'

উঠে দেখি ঝাপসা আমার ঘরে দমবন্ধ সকাল
গৃহস্থ চোয়াল তার কণ্ঠনালীকে শেখায় গাংচিল আহার
কতগুলো ভাঁজে একটি কপাল
অচেনা কার শরীর বিছানা হয়ে আছে
কল্পনাতে বিস্বাদ রুটি, কংক্রিটের প্রলাপ, পোড়া মস্তিষ্ক আর মন
আমার নয় এ স্বাদ, এ স্পর্শ, ছিঁড়ে যায়
এ নিঃশ্বাসও যেন অন্য পৃথিবীতে ফেরারী ।।

__________
২৬.০৭.২০১১