শুক্রবার, ২০ জুলাই, ২০১২

স্বপ্ন তাহার দীর্ঘ আঙুলে হৃদয় বাজায়

নিহত সরিসৃপের দুর্দান্ত যাতনা
সে মন আর দাঁত খুঁজে পাচ্ছেনা
পৃথক বাক্য, পৃথক অভিজ্ঞতা
তুমুল লজ্জিত হবার পর পশুর মতন ভাল থাকা
আর এই অসাধারণ কোকের বোতলের ভেতর
সবই সুন্দর, এমনকি তার হাসিও

ছোঁয়াচে আবেগ যে বাস্তব মানুষটাকে করে দিল অবাস্তব
যে ওয়াসাবি পি-নাট হাতে, বাদুড়কে দিয়ে মহাকাব্য লিখিয়ে নেবে,

কেননা আমাদের কবি
স্কয়ার স্ফটিক দেখতে পান না আর্গনমিক এঞ্জেলের পাঁজরে

বিবিধ কল্পনায় রেডিও আমার বিল পার হয়
শিশির টিকে ছিল মিলিয়ে যেতে

কবির মৃত্যু হলে নিচ্ছিদ্র মেঘ, বৃষ্টিবিহীন

পিচ্ছিল পৃথিবী, কিছুই যে ধরেনা তার গায়
বাক্যেরা 'বোধ' হয়,
পরিবাহী অনুভূতি বুকের গভীর ছোঁয়,

কপালে হাওয়ার আল্পনায়
পাখি হয় বিমূর্ত কেশ, কবিতার ঝোড়ো আবহাওয়ায়

কবির মৃত্যু হলে নিচ্ছিদ্র মেঘ, বৃষ্টিবিহীন
শিখি ভাষা
যতদূর হৃদয় হেঁটে যায়
রক্তিম আকাশের নীচে
অতঃপর; আবেগের নিটোল বিন্যাস

শিরোনামের কুয়াশায় নিখোঁজ ছিলাম মুহূর্ত কয়েক
তবু শেষ ঢেউ তুমুল উঁচুতে

এক একটি পূর্ণদৈর্ঘ্য শব্দকবিতা

কবিরা জেগেছে বলে
প্রেম ফিরে পাবে তার
হারানো আস্তাবল
ক্ষিধে খুঁজে খুঁজে শৃগালকে পাবে
সিংহ খুঁজে খুঁজে শিকার কুড়াবে
তারপর পাঠক আর মৌমাছি
ঠিক ঠিক মেলাবে
ঠিক ঠিক মেলাবে

স্খলন আসবে, সংকট আসবে
দ্বিধার কারুকাজ রাজত্ব গড়বে
এইসব ঘুম, এইসব জাগরণ বিষ
মাছের শেকলে বাঁধা কুয়াশার শিস
নদীর অধরে ঘুম, প্রাকৃত জোছনার সাধ
সোনারোদ স্নায়ুকোলাজ বুদবুদ
প্রতিটি শব্দ এক একটি পূর্ণদৈর্ঘ্য শব্দকবিতা