বেঁচে ছিল এক
বাক্য ভালবাসার
গভীরে আমার
আগুন বৃত্তে
বায়বীয় সুখে
একই কবিতার বই
সামান্য চিৎকার
আরো গভীরের
ঠাসবুনটের
প্রাসঙ্গিক পাপ,
কান্নার গায়ে
বেঁচে ছিল যারা
পুতুলের ছাঁচে
কিমোনো জ্যাকেটে
লেপ্টে বাঁচা সোমত্ত কস্তুরী,
আঙুলের বড্ড কাছে
দ্বিতীয় জীবনের মূল্যমান
গভীর চাবির দাগ
পুরাতন বিশ্বস্ত তালায় ।
_________________
২৮ নভেম্বর ২০১০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন