বুধবার, ১৫ ডিসেম্বর, ২০১০

কিছু ব্যক্তিগত শব্দের প্যারেড

কার্টিজ আর ক্যানভাসে কানাগলি খিলখিল

সোনারিল আর সুঁইচোরা, সেলফোনে মেঘ ভাসে

পথভোলা কচ্ছপ দূরে থাকে কাগজের রাজহাঁসে

শীত থাকে, থেকে থেকে অস্থির শব ভীড় ছাউনীর

বাটারবন

বেনসন

খিলিপান

চুম্বন ও আলিঙ্গন...

অশরীরি প্রেমরোগ বরবটি অ-বালক

জমে থাকে মরে থাকে খুব ভোরে খুব সাঁঝে

পাপজীবি ভাত মাখে, আঙুলেতে জিব রাখে



শিখে ফেলে ঠোঁট আর দাঁত বড় কাছাকাছি

চুমো পেয়ে পিষে গিয়ে পুড়ে যায় কাকপাখি



সোনামাছ ভুলো রোগে ভালবাসে মরীচিকা রূপোরং ;

সোনামাছ ভুলো রোগে ভালবাসে মরীচিকা রূপোরং ;

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন