রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১২

একা পাখি এবং বর্ষা


কোন এক হিমকুয়াশার দেশ থেকে
এসেছিল পাখি এক, একা
সবুজ পাতার দেশে
বর্ষার উল্লাসে সে ভিজে যায়
বর্ষার উচ্ছ্বাসে সে ডুবে গেল
বর্ষার সাথে তার প্রেম হয়ে যায়
কোন এক হিমকুয়াশার দেশ থেকে
এসেছিল পাখি এক, একা

বর্ষা বর্ষা
একাপাখি বর্ষা
একাপাখি একাপাখি
বর্ষা বর্ষা
একাপাখি একাপাখি একাপাখি
একাপাখি একাপাখি বর্ষার ছিলো অপেক্ষায়

বর্ষা কিন্তু আর আসেনি
বর্ষা কিন্তু আর আসেনি
একাপাখি বর্ষার অপেক্ষায়
থাকতে থাকতে
থাকতে থাকতে
শেষ পালকটা মিশে যায় বনতলে

সেইদিন সেইদিন
আকাশ ভেঙে আবার বর্ষা এলো
সেইদিন সেইদিন
আকাশ ভেঙে আবার বর্ষা এলো

খোঁজ নিয়ে জানা যায়
আরো এক হিমকুয়াশার দেশ থেকে
এসে গেছে পাখি এক, একা
সবুজ পাতার দেশে
বর্ষার উল্লাসে সে ভিজে যাবে
বর্ষার উচ্ছ্বাসে সে ডুবে যাবে
বর্ষার সাথে তার প্রেম হয়ে যাবে

এভাবেই হিমকুয়াশার দেশ থেকে
এসে যাবে পাখি সব একা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন