মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১২

কগহুইল


সবা-র___স-বার
কথা ছিল___ক-থা ছি-ল
ছিল নাম
ব্যথা ছিল
খাতা ছিল-
ছিল খাম
সবা-র
খাঁজকাটা শিরোনাম
খাঁজকাটা কগহুইল কগহুইল কগহুইল

ঘামঘর ধুলোবাড়ি
মরচের বাহাদুরী
ইচ্ছের বাঁকাঘোড়া
ভেসে যায় মনম-রা- (২)

এবা-র___এ-বার
এলো চুলে___এ-লো চু-লে
ধুলো আজ
ভেদভুলে
বেড়াজালে
ছায়াবাস
খাঁজকাটা পরিহাস
খাঁজকাটা কগহুইল কগহুইল কগহুইল

চোরাগলি ঘুরে ঘুরে
চোরাবালি ডুবে ডুবে
হেরে গেছে ছায়াছবি
দেহবাসা ভরাডু-বি- (২)

আবা-র___আ-বার
ঘর হবে
মেলা হবে
হেরে যাবে-
ছায়াছ-বি-
লিখে রাখো
বুকে বুকে
লিখে রাখো
বুকে বুকে
খাঁজকাটা ইতিহাস
খাঁজকাটা কগহুইল কগহুইল কগহুইল



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন