সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১১

লুলুবি :: গার্হস্থ্য ধারাপাত

স্বপ্নে মাছ আর মাঠ দ্যাখে কন্যা
ধনুকের মতো বেঁকে ওঠা তার আঠারো বছর
সন্ধিপদী সংসারে পিঁপড়ের লাশ বেছে বেছে
কাঁথায় বুনে বুনে জীবিত-মৃত স্বামীদের মুখ
তার দেহে সরিসৃপের হাড়, ডিমের কুসুম
সারি সারি পুঁটি গায়ে হলুদ মেখে শুয়ে আছে
সুস্বাদু উট-বার্গারটিতে কামড় বসাতে বসাতে শ্বেতভল্লুকের দাঁত
চক্রাকারে সাইবেরিয়া-মোহাবি, আলাস্কা-গোবি, বামুনের দ্বীপ
বৈপরিত্যের প্রহসন, তার মাইনে থেকে সুখ বাদ,
ডান-পন্থী প্রহেলিকা, বাম-পন্থী বাসনা
কালো কড়াইতে হলুদ উত্তপ্ত বুদবুদ;

নির্ভরযোগ্য মানুষেরা আজন্ম বহুমূখী সেতুর মতো
সেখানে ধাপের পর ধাপ সম্পর্কের প্রলেপ, সামান্য কষ
এরপরও শরীরে ফাঙ্গাস হয়, নড়বড়ে প্রতিরক্ষা ব্যুহ
পুরনো গীটারের তার, অনুভূতিরা আঙুল
ফোঁটায় ফোঁটায় জমা হাজার লিটার আফ্রিকান আক্ষেপ ।।


________অ_
(দুপুর)
১৯.৯.২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন