বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০১১

লুলুবি :: বিয়োগের উৎসব



কয়েক কোটি গর্ভপাতের পর পৃথিবী ভেসে যাচ্ছে বৃষ্টিতে
মানুষ বিজয়ী এবং এরপর আর কিছু নেই
শুধু দুঃস্বপ্ন শেষ করে কন্যা কাঁদে, টিভি দ্যাখে
বিষের প্যালেট থেকে মারণাস্ত্র ক্ষ্যাপাটে বিমূর্ততার দাঁতে
পাথরের অরণ্য স্পর্শের অপেক্ষায়;

রক্তের মতন দারুণ কার্যকর এক উপাদান যা
গীর্জা আর মসজিদের বিস্তৃত সোপান গড়তে ব্যবহৃত হয়,
কিন্তু ভালবাসা তার থেকে খুব কঠিন অথবা খুব সহজ যে
এদের মাঝে কোনদিন কোন তুলনা হয়নি,
অথচ রক্তে ভরপুর একটি দেহের ভেতর
কী তীব্র আবেগে ভালবাসা বড় হয়
সে ভালবাসার শরীর থাকে অথবা থাকে না
সে বেড়ে ওঠে অথবা চিরতরে থেমে যায়
অথবা প্রতিকূল ভেবে তাকে থামিয়ে দেয়া হয়, তারপর -
মানুষ ঘাম মুছে ফেলে ।।

_______অ_
(দুপুর)
২২.৯.২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন