রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১১

লুলুবি :: শুরুর কথা



ধ্রুপদী জল দিবসে কন্যা তার চুল ধুতে পারেনি
চুল গেছে এঁকেবেঁকে দানিয়ূব পাড়, আল্পস পাহাড়
পোষা ব্যাঙমী, তেপান্তরের ঠিকানা দিতে দিতে
হয়ে গেছে রূপকথার পাতা, হাড়ে চারকোল -
ফসিল জুড়ে জুড়ে কিংবদন্তী, চার্চের ঘণ্টাকে
আঁধারের শেকলে তুমুল বেঁধে হেঁটে গিয়েছেন ধূসর থমাস
মার্বেলে ভুল কার্ভিং;

মানুষের ইতিহাস ঝুঁকে আছে থলথলে আনন্দের দিকে,
বান্ধবীর হবু বর রক্ষণশীল উর্দির পেছনে সুঠাম, প্রক্রিয়াধীন
সুরার কুয়াশা উথলে ল্যাংচানো চর্বিরা দাহ্য কাঠামোতে
তেলপাতার ছোপ ছোপ অক্ষরছবি, পুত্র এবং সংশ্লিষ্ট অতিপুত্র
ফ্রয়েডিয় বারোয়ারি ভণ্ডামি;

লালনুনে লবণ ইলিশ, আটাশির প্লাবনের মাননীয় গুবরে পোকা
কাল্পনিক মাখনের স্তুপে বংশ বাড়ায় ।।


_______অ_
(মধ্যরাত)
১৮.৯.২০১১

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন