শুক্রবার, ২০ জুলাই, ২০১২

কবির মৃত্যু হলে নিচ্ছিদ্র মেঘ, বৃষ্টিবিহীন

পিচ্ছিল পৃথিবী, কিছুই যে ধরেনা তার গায়
বাক্যেরা 'বোধ' হয়,
পরিবাহী অনুভূতি বুকের গভীর ছোঁয়,

কপালে হাওয়ার আল্পনায়
পাখি হয় বিমূর্ত কেশ, কবিতার ঝোড়ো আবহাওয়ায়

কবির মৃত্যু হলে নিচ্ছিদ্র মেঘ, বৃষ্টিবিহীন
শিখি ভাষা
যতদূর হৃদয় হেঁটে যায়
রক্তিম আকাশের নীচে
অতঃপর; আবেগের নিটোল বিন্যাস

শিরোনামের কুয়াশায় নিখোঁজ ছিলাম মুহূর্ত কয়েক
তবু শেষ ঢেউ তুমুল উঁচুতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন