মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২

কগহুইল ফিরে আসে ভেতর বারান্দায়

শুরুতে তোর নাম দিতে চাই, নিবি !
চূড়ান্ত প্যাকেটজাত, বোতলজাত, রুলার-কম্পাসে পরিধি
কগহুইল ফিরে আসে ভেতর বারান্দায়

এতটা তীব্র নই যে তুবড়ে যাবো,
মাথার ভেতর দাগ, চুঁইয়ে চুঁইয়ে গভীরে হীরকনগর;
এ একধরণের চোখ বন্ধ করে থাকা,
বোধ বলে রেলের পথ কত দ্রুত ! পতঙ্গের চোখে
টের পাইনা বলেই বুঝি
পুড়ে যায় শিশিরের পুঁথি
আগুন কামড়ে ধরে,
দাউদাউ পুড়ে যায় বরফের দাম
শেরপা শব্দে লেখো পিলপিল
ছুরির দাঁতের মত ছোঁয়া
কী নিষ্পাপ বাক্যরা ! এখানেই কি শুদ্ধ হবো !
পাণ্ডুলিপি তার পাণ্ডুর ডানা ঝাপটায়
শিশির মরে যায় অবেলায়
শূণ্যই তবে অসীম !
সরল উচ্চারণে বুক কেঁপে ওঠে
আজ রাতে কবি অক্সিজেন, কবি জলজ

______অ_
জুন, ২০১২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন