শুক্রবার, ২০ জুলাই, ২০১২

চকমকি হাড়ের বনে মেঘের আগুন

বড়ো বাস উড়ে যায়, রাস্তাটা শান্ত
এই অনিশ্চয়তাটুকু আছে বলেই আঙুল নাড়াই
প্রাকৃত আকুতি গভীরে হানে শর
কখনও সে গাঢ় ইট, দুর্বোধ্য ফসিল।
পৃষ্ঠায় কোণায় বিষ, অদৃশ্য খাঁচা
প্রকৃত অপচয়, বিচ্ছিন্ন সন্ধি। উপসংহারটাই ধোঁকা
স্পষ্টপাঠ, ঘামেদের অক্ষরের
অন্য-স্বাদে সিলাকিত জিব, ধারালো নখর কাঁপে সূর্যমূখীতে
অপেক্ষা জীবনের অন্যতম নাম, অপেক্ষাই ইতিহাস
অপেক্ষাই গড়ে দেয় আকার অস্তিত্বের, মানুষের ভেতরে মানুষের
অতীতের নিঃশ্বাস পড়ে
ক্রমাগত ভাঙ্গন বিহারে
বাক্যরা ক্রমশঃ গাঢ়
বিষাদের উচ্চারণ তীব্রতর
ঝরে পড়া বিভিন্ন পথে, কেবল বাতাসে

জীবন মানে তো
এক জীবনকে হাতে ধরে আরেক জীবনের হাতে তুলে দেয়া
অধিক বিয়োগে ভাগ হয় জীবন
তারপর চকমকি হাড়ের বনে মেঘের আগুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন