শুক্রবার, ২০ জুলাই, ২০১২

স্বপ্ন তাহার দীর্ঘ আঙুলে হৃদয় বাজায়

নিহত সরিসৃপের দুর্দান্ত যাতনা
সে মন আর দাঁত খুঁজে পাচ্ছেনা
পৃথক বাক্য, পৃথক অভিজ্ঞতা
তুমুল লজ্জিত হবার পর পশুর মতন ভাল থাকা
আর এই অসাধারণ কোকের বোতলের ভেতর
সবই সুন্দর, এমনকি তার হাসিও

ছোঁয়াচে আবেগ যে বাস্তব মানুষটাকে করে দিল অবাস্তব
যে ওয়াসাবি পি-নাট হাতে, বাদুড়কে দিয়ে মহাকাব্য লিখিয়ে নেবে,

কেননা আমাদের কবি
স্কয়ার স্ফটিক দেখতে পান না আর্গনমিক এঞ্জেলের পাঁজরে

বিবিধ কল্পনায় রেডিও আমার বিল পার হয়
শিশির টিকে ছিল মিলিয়ে যেতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন