শুক্রবার, ২০ জুলাই, ২০১২

এক একটি পূর্ণদৈর্ঘ্য শব্দকবিতা

কবিরা জেগেছে বলে
প্রেম ফিরে পাবে তার
হারানো আস্তাবল
ক্ষিধে খুঁজে খুঁজে শৃগালকে পাবে
সিংহ খুঁজে খুঁজে শিকার কুড়াবে
তারপর পাঠক আর মৌমাছি
ঠিক ঠিক মেলাবে
ঠিক ঠিক মেলাবে

স্খলন আসবে, সংকট আসবে
দ্বিধার কারুকাজ রাজত্ব গড়বে
এইসব ঘুম, এইসব জাগরণ বিষ
মাছের শেকলে বাঁধা কুয়াশার শিস
নদীর অধরে ঘুম, প্রাকৃত জোছনার সাধ
সোনারোদ স্নায়ুকোলাজ বুদবুদ
প্রতিটি শব্দ এক একটি পূর্ণদৈর্ঘ্য শব্দকবিতা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন