শুক্রবার, ২০ জুলাই, ২০১২

তোমাতে প্রতি-বাদ দিই প্রিয়তম মানুষ

দেখা হবে ভেবে ট্রাম ভুলে যাই,
গার্ডার গুলো খুব কড়া, ছাদ গিলে আছে
নেমে যেতে হবে, না নেমেই হয়তোবা,
অথবা বিশ্বাস আবারও এক শূন্য বাকশের নাম

বাইনারি ভুল, বায়োনিক খেসারত
ডানায় কাজল দিতে হয়
শব্দের সন্ত্রাসে বাক্যরা রক্তাক্ত, হয়তোবা সময়ের দাবী !
এই ঘোর ছিঁড়ে ছুঁড়ে পড়ি
ধুকধুকে হরিণ
এরপরও সেই সব অমানুষ, যারা পারে
আকার কী তবে বাড়ি যাবে !
সাফারি-সাফারি
শেষে ক্লান্তি-শিশির জমে
আজুর-ভেলভেট লনে
শেষ দাবানলের আগে
থামলেই পৃথিবী থেমে যায়,
কখনও কখনও সময়ও, কে নেবে নিঃশ্বাস!
চাঁদভরা ঝিঁঝিঁ রাত, পুঁথির কণ্ঠে ফোটে ছন্দের প্রাচীন আবাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন