শুক্রবার, ২০ জুলাই, ২০১২

নক্ষত্রপতনের রাত

বেলভ্যু থেকে একটি হাওয়া উঠে এলো
ম্যানহাটনের আকাশকে ছুঁলো,
কী যেন বড্ড এলোমেলো
সে কার শেষ নিঃশ্বাস !
অবশেষে এলো বুঝি নক্ষত্রের রাত, নক্ষত্রপতনের রাত
আজ রবিবার নয়, তবু হোক রবিবার

সেইসব সরল কৌতুকের প্রকৃত মানে, যাবতীয় অভিমান মেঘ
গভীর শব্দগুলো, যদি কোনদিন সত্যি বুঝতে পারি
আড়ালের কথাটুকু যদি ধরতে পারি মন-মাথায়, আগামী কোন শতাব্দীতে
আমরা জানিয়ে যাবো প্রজন্ম-প্রজন্মান্তরে
কৃতজ্ঞতা হে অগ্রজতর

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন