সোমবার, ৯ জুলাই, ২০১২

সত্যি সত্যি ভিজে যাক সব

মায়াবৃক্ষ বিনীত
এক ঘুঘু আরেক ঘুঘুর মাথা ঠুকরে দেয়, তারা রান্না হয়ে যায়
তবু বেঁচে থাকা দরকার

সত্যি সত্যি ভিজে যাক সব
দূর্বারা ভয়ানক রক্তিম, হাওয়া থেমে যেতে যেতে স্বেচ্ছাচারী হয়
ভীষণ গুরুতর ব্যাপার

সময় সাক্ষী থাকে দগ্ধযুগের
স্বচ্ছ-মরণ কিংবা ঘোলা-মৃত্যু, ভেসে যাবে নিশ্চয়ই
নিঃশ্বাস চেপে একসময় বাসে উঠে একাকার
কিছুটা স্বেচ্ছাচারী কিছুটা অহংকারী
খণ্ডিত ঝুম বৃষ্টি এলে
ক্লাইমেক্স চাই, ঢের আছি বাকি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন