শুক্রবার, ২০ জুলাই, ২০১২

ভেজা ইস্পাত ভ'রে ওঠে ফভিজমে

আকাশের হাজার হাজার ফোঁটা কাঁধে নিয়ে ঘরে ফিরে
ভিজে গেছি আর
চশমার কাঁচে বৃষ্টির বিশেষ দৃশ্যায়ন
পৃথিবী যথেষ্ট বাস্তব এবং স্বপ্নময়
শূন্য কিংবা অসীম

বেলাভূমি
ছিমছাম হেঁটে হেঁটে সুদূরে রেলপথ, রোদের ডগায়
ভেজা ইস্পাত ভ'রে ওঠে ফভিজমে
অথবা যুক্তি বানাই
প্রাকৃত মেঘের ভেতর, বিশুদ্ধ বিদ্যুৎ
কোটি কোটি ঘুম আর স্বপ্নের করাত
পুরাতন ধারাপাত
অতসীর রিং প'রে নাচে
কালচে রিংরো, হলুদ ডাবের পাশে
অন্য অন্য ভাষারা কেবল পৃষ্ঠা খোঁজে
ভেসে থাকুক সময়ের সখা

ধীরে ধীরে বড় হয়ে একদিন
ইটে বসে
তুমুল খিচুড়ী খাবো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন